শামীমা রহমান, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) হলটির প্রোভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এছাড়াও বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিবেটিং সোসাইটির সদ্য বিদায়ী সহ-সভাপতি আলী আরমান ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব।
এতে সভাপতি হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনিন্দ্য সাহা এবং সাধারণ সম্পাদক হিসেবে আল্-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সায়েম আহমেদ অনুমোদিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে অনুমোদিত হয়েছেন রবিউল ইসলাম রবি।
নবনির্বাচিত সভাপতি অনিন্দ্য সাহা বলেন,“শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটি- ইসলামী বিশ্ববিদ্যালয় এর সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়ে আমি অবশ্যই অনেক খুশি। বিতর্কের সাথে দীর্ঘদিন থাকার কারণে বিতর্কের মান উন্নয়ন, জাতীয় পর্যায় বিতর্কে নিজেদের অংশগ্রহণ এবং বিতার্কিকদের সমস্যা সমাধানের লক্ষ্যেই আমি কাজ করব।হলের বিতর্কের সাথে কাজ করার পাশাপাশি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল বিতর্ক সংগঠনের উন্নয়নেও আমরা সম্মিলিত চেষ্টার মাধ্যমে নতুনদের জন্য সুযোগ সৃষ্টি করার চেষ্টা করব। সর্বোপরি, বিতর্ক জগতের মেধাবী মানুষদের সাথে কাজ করতে পেরে আমি গর্বিত। সকলের সাহায্য ও সহযোগিতা একান্ত কাম্য যাতে আমরা পরবর্তী জেনারেশনকে ভাল কিছু উপহার দিতে পারি।”
মন্তব্য