মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
 

সিরাজগঞ্জ কাজিপুরে তাবলীগ জামাতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৫

---

জাহিদ হাসান (কাজিপুর)সিরাজগঞ্জ প্রতিনিধি

সোমবার সকালে সিরাজগঞ্জের  কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তায়,  ঊপজেলা

তাবলীগ জামাতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  উল্লেখ্য টংগী বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতের  সময় নিরীহ তাবলীগ জামাতের সাথী,  মাদ্রাসা শিক্ষক,ও তৌহিদী জনতার উপর   বর্বচারিত হামলা পরিচালনা ও পরিকল্পনাকারী   সাদপন্থীদের খুনি সন্ত্রাসী উল্লেখ করে কাজিপুর উলামা-মাশায়েখ ও তৌহিদী জনতা  বিক্ষোভ সমাবেশ করে।

সকালে কাজিপুর  তাবলীগ জামাতের সাথীরা  বিক্ষোভ মিছিল নিয়ে  উপজেলা সদর প্রদক্ষিণ করে আলমপুর চৌরাস্তায়  সমাবেশ স্থলে  অবস্থান করে। এ সময় কাজিপুর উপজেলা কেন্দ্রীয় তাবিলীগ জামাতের উলামা-মাশায়েখগন বক্তব্য রাখেন। বক্তব্য শেষে মোনাজাতের  মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণ  কামনা  করে   সমাবেশ সমাপ্তি ঘোষনা করা হয়।  । উক্ত সমাবেশে দাওয়াতে তাবলীগ জামাতের সাথী,  তৌহিদী জনতা ও   বিভিন্ন  শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon