মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
 

দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৫

---

ইমরান হোসেন  দিনাজপুর প্রতিনিধিঃ 

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আগামী ২৫ জানুয়ারি সকাল ১০টায় গোর-এ-শহীদ বড়ময়দানে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।

২৫ জানুয়ারির বিশাল কর্মী সম্মেলন উপলক্ষে সম্মেলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা সোমবার বাদ মাগরিব পাহাড়পুরস্থ দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, জেলা তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারী মাওলানা সহিদুল ইসলাম খোকন, জেলা কর্ম পরিষদ সদস্য রেজাউল করিম প্রমুখ।

সভায় আগামী ২৫ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠেয় বিশাল কর্মী সম্মেলন বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon