মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
 

পাইকগাছায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত;১ মৃত্যু-২

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৫

---

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন মেইন রোডে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারাত্মকভাবে আহত হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক অবস্থায় রুহুল আমিন ও ফিরোজ মোল্লা নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল চারটার দিকে গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন মেইন রোডে বিচুলী বেঝাই ইজ্ঞিন ভ্যানকে ওভারটেক করার সময় দুই মোটর সাইকেল টিভিএস ও প্লাটিনা মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারাত্মকভাবে আহত হয়। আহতরা হলেন, কয়রা উপজেলার আমাদীর হরিনগর গ্রামের আ:সালাম গাজীর পুত্র মোটরবাইক ভাড়া চালিত মো: হুসাইন (২২),তিনি পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন ও পাইকগাছার মৎস্য আড়ৎ এর শ্রমিক আগড়ঘাটা গ্রামের আবুল শেখের পুত্র রুহুল আমিন (৩০) ও মালত গ্রামের কামরুল মোল্লার পুত্র ফিরোজ মোল্লা (৩০)মারাত্মকভাবে আহত হয়। তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় যাওয়ার পথে আগড়ঘাটা গ্রামের আবুল শেখের পুত্র রুহুল আমিন (৩০) ও মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা(৩০) মৃত্যু বরন করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon