ইমরান হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। আগামী ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) সকালে কর্মী সম্মেলন উপলক্ষে দিনাজপুর বড় ময়দানে সম্মেলনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের নেতৃত্বে জেলা জামায়াতের নেতৃবৃন্দ। মাঠ পরিদর্শনের সময় কর্মী সম্মেলনের মঞ্চ তৈরি, মাঠে উপস্থিত কর্মী, দর্শক ও স্রোতাদের অবস্থানসহ বিভিন্ন বিষয়ে দায়িত্বশীলদের দিক নির্দেশনা দেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।
পাশাপাশি আগামী ২৫ জানুয়ারি দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনের প্রস্তুতি কমিটির সদস্য ও উপকমিটির সদস্যদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার পরামর্শ দেন তিনি। এ মাঠ পরিদর্শনের সময় উপস্থিত দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দিন মোল্লা, আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা ইউনিট সদস্য এ্যাডভোকেট মাইনুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন ও শহর শিবিরের সভাপতি মশফিকুর রহমান সহ শহর জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য