বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
 

রামপালে বিসিএস ক্যাডারের ২৫ কর্মকর্তার আমাদের গ্রাম ক্যান্সার প্রকল্প পরিদর্শন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৫

---

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের  রামপালে বিসিএস ফাউন্ডেশনের ৭৭তম কোর্সের ২৫ জন কর্মকর্তা আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন।

মঙ্গলবার বেলা ১১ টায় রামপালের ঝনঝনিয়া গ্রামে স্থাপিত বিশ্বমানের আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার পরিদর্শনে আসেন ৪৫ তম ব্যাচের ৭৭তম কোর্সের ২৫ জন বিসিএস কর্মকর্তা। এ সময় তাদের নেতৃত্ব দেন সালাউদ্দিন দিপু। পরিদর্শনকালে আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক রেজা সেলিম প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের অবহিত করেন। এ সময় তিনি বলেন, নানান সীমাবদ্ধতার মধ্যেও আমরা প্রত্যান্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে সল্প খরচে বিশ্বমানের সেবা পৌছানোর চেষ্টা করছি। ক্যান্সার কোন ভয়ের রোগ নয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে পারলে সম্পূর্ণভাবে ক্যান্সার নিরাময় হয়। আক্রান্ত ব্যাক্তিরা ভয়ের কারণে বেশী সমস্যায় পড়েন। তাদের সচেতন করতে পারলে বা কাউন্সিলিং করতে পারলে মানুষ সুস্থ থাকতে পারে। তিনি আরো বলেন এখানে ক্যান্সারের বিভিন্ন ভ্যারিয়ান্টের সুচিকিৎসা ছাড়াও ক্যান্সার নিয়ে বিষদ গবেষণা করা হবে। আমরা চেষ্টা করছি বাংলাদেশের মানুষদের বিশ্বমানের সেবা প্রদান করতে। এসময় আরও উপস্থিত ছিলেন, আমাদের গ্রামের তৌফিকুল ইসলাম, কাকলী রাণী হালদার, যুগ্ম পরিচালক ডা. আক্তার সুপ্তা, আমাদের গ্রাম’র শেখ সাদী, সংগঠক সুমিত মন্ডল প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon