বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
 

হাটহাজারিতে মন্দির চুরির ঘটনার প্রধান আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৫

---

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

হাটহাজারী  চৌধুরীহাটে একরাতে ৩টি মন্দিরে চুরি ঘটনাশ জড়িত প্রধান আসামি গ্রেফতার।

হাটহাজারী উপজেলার চৌধুরীহাটস্থ বণিক পাড়ার মন্দিরে চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হারুন মিয়াকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) মডেল থানার উপ-পরিদর্শক রুপন নাথ গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ফতেয়াবাদ বড়দিঘির পাড়স্থ খিল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়,  গোপন সংবাদের ভিক্তিতে মডেল থানার উপ-পরিদর্শক রুপন নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে উল্লেখিত খিল্লাপাড়ার রেললাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এবং মঙ্গলবার সকালের দিকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু কাওসার মাহমুদ হোসেন জানান, গ্রেফতারকৃত হারুন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।

প্রসংগত, গত ৮ জানুয়ারী বুধবার ভোর রাতের দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদস্থ চৌধুরীহাট এলাকায় চার মন্দিরে চুরির ঘটনা ঘটলে ওইদিন রাতে মহানাম সেবক সংঘ ও শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের সভাপতি অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ বাদি হয়ে হাটহাজারী মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন। যার নাম্বার - ১২(১)২৫।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon