বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
 

জাবিতে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবীতে স্মারকলিপি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৫

---

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন।

আজ (১৪ জানুয়ারি) জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসানের নেতৃত্বে উপাচার্য বরাবর স্মারকলিপিটি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, পোষ্য কোটা এমন একটি ব্যবস্থা যা মেধাভিত্তিক শিক্ষার সুযোগকে বাধাগ্রস্ত করে। এই অযৌক্তিক এবং বৈষম্যমূলক পোষ্য কোটা  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও প্রতিযোগিতামূলক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এটি প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করে এবং একটি ন্যায্য শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এছাড়াও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় হলো একটি দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে সুযোগ প্রাপ্তির একমাত্র মানদণ্ড হওয়া উচিত মেধা। পোষ্য কোটা প্রবর্তনের ফলে এমন অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারছেন যারা মেধার ভিত্তিতে যথাযথভাবে যোগ্য নন। উদাহরণস্বরূপ, যেখানে একজন মেধাবী শিক্ষার্থী ৭০% নম্বর পেয়েও ভর্তির সুযোগ পান না, সেখানে মাত্র ৩৩% নম্বর পাওয়া শিক্ষার্থী পোষ্য কোটার মাধ্যমে সুযোগ পাচ্ছেন। এটি সম্পূর্ণভাবে শিক্ষার মানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং নৈতিকতার বিরোধী। ইতোমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়  পোষ্য কোটা বাতিল করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে এমন একটি ব্যবস্থা অচিরেই বাতিল করে পোষ্য কোটার নির্ধারিত আসনগুলো মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হোক, যাতে শিক্ষার প্রকৃত মান বজায় থাকে এবং প্রতিযোগিতার ভিত্তিতে যোগ্য শিক্ষার্থীরা সুযোগ পান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon