বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
 

ইবিতে বায়োটেকনোলজি বিভাগের দুই দিনব্যাপী পিঠা উৎসব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৫

---

শামীমা রহমান, ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই দিনব্যাপী পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে প্রথমদিনের মতো এ উৎসবের আয়োজন করা হয়।

সেখানে বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে মোট ৬ টি স্টলে হরেক রকম পিঠার সমাহার ছিলো। সকাল ৯ টা থেকে বিকেল ৪ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে পিঠার স্টলগুলো চলমান ছিলো।

পিঠা উৎসবের বিষয়ে বিভাগের শিক্ষার্থী সাগর বলেন,“এটা আমাদের বায়োটেক অ্যাসোসিয়েসন এর সৌজন্য ২য় বার আয়োজিত হল। ১ম বারে অনেক ভালো রেসপন্স ছিল ,তারই ধারাবাহিকতায় ২য় বার আয়োজিত হল পিঠা উৎসব। ক্যাম্পাসের সব ডেপ্টের ভাই ,আপু, ব্যাচমেট ও জুনিয়রদের পদাচারোনায় আমাদের পিঠা উৎসব উৎসবমুখর ছিল ।বায়োটেক অ্যাসোসিয়েশন এর সৌজন্যে এই উৎসব আয়োজন করতে পেরে আমরা আনন্দিত ।ভবিষ্যতে আমরা এই উৎসব এর আয়োজন করতে চাই।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon