শামীমা রহমান, ইবি প্রতিনিধি:
পরীক্ষা দিতে এসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আটককৃত এক সহ-সভাপতির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮, ১০ ও ১২ ধারায় এ মামলা করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পক্ষে বাদী হয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান এ মামলা করেন।আটককৃত সহ-সভাপতি মামুন অর রশিদ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এজাহারে বলা হয়, মামুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য হওয়ায় এবং তার সংগঠনের অজ্ঞাতনামা অন্যান্য সদস্যদের প্ররোচনায় পরীক্ষায় অংশগ্রহণ করতে নিষেধ করা সত্ত্বেও পরীক্ষা দিতে এসে বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে অশান্ত করার চেষ্টা করে। আসামীর কর্মকান্ডের বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে থানায় হাজির হয়ে এজাহার দায়ের করতে বিলম্ব হলো। তাই আইনগত ব্যবস্থা গ্রহণে থানা কতৃপক্ষের সদয় মর্জি হয়।
এর আগে গতকাল ১৩ জানুয়ারি মামুন মানোন্নয়ন পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। তখন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভাগের শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাকে থানায় সোপর্দ করেন।
মন্তব্য