বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
 

বাংলা এটিশন ডেস্ক ইনচার্জের উপর হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৫

---

নিজস্ব প্রতিবেদকঃ

কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন বাংলা এডিশনের ‘ন্যাশনাল ডেস্ক ইনচার্জ’ সাংবাদিক বাদল হোসাইন, এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ।

জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত অনুমান ১২ টার সময়  এই হামলার ঘটনা ঘটে। হামলার অভিযোগে দুইজনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখিত সিঙ্গাইর সদর ইউনিয়ন বাসিন্দা জাহিনুর রহমান সৌরভ ও মুন্না।

উল্লেখ্য, সাংবাদিক বাদল হোসাইন কর্মস্থল থেকে একজন সঙ্গীসহ তার বাসার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তার সঙ্গীকে চারিগ্রামে নামিয়ে দিয়ে তিনি নিজ বাসায় যাচ্ছিলেন।

এই সময় লাঙ্গুলিয়া ব্রিজের সামনে পূর্ব থেকেই অবস্থান নেয়া একদল সন্ত্রাস বাহিনী তার গাড়ি থামিয়ে দেশিয় অস্ত্র- রামদা, কুড়াল, লাঠি দিয়ে তার গাড়ি ভাংচুর করে। সে সময় তাকেও মারধর করে আহত করে সন্ত্রাসী গ্রুপ। এবং তার গাড়িতে থাকা বাংলা এডিশন অফিসের ব্যবহৃত প্রায় দুইলক্ষ টাকা মূল্যের একটি ক্যামেরাও নিয়ে যায় সন্ত্রাসীরা।

সন্ত্রাসীদের হামলাকালে ধস্তাধস্তির একপর্যায়ে দু’জনের মুখোশ খোলে যাওয়াতে চিনতে পেরেছেন বলে জানান সাংবাদিক বাদল।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon