রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাখজানুল উলূম দারুল হাদীস কলাবাড়ী মাদ্রাসার ৫১তম বার্ষিক জলসা উপলক্ষে ভারত থেকে আসছেন আওলাদে রাসূল (সা:) হযরত মাওলানা সায়্যিদ হাসান আসজাদ মাদানী।
আগামীকাল (১৭ জানুয়ারি) শুক্রবার রাত ৯টায় তিনি বয়ান পেশ করবেন। এছাড়া দ্বীনি এ সম্মেলনে দেশের আরও বিভিন্ন অঞ্চলের আমন্ত্রিত খ্যাতিমান আলেমগণ বয়ান পেশ করবেন। কলাবাড়ী মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা হাফিজ জামাল উদ্দিন জানান, সম্মেলনকে সফল করার লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার সবদিকে মাইকিং, পোস্টারিং ও লিফলেট বিতরণের কাজ সম্পন্ন হয়েছে। মাদরাসার মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শেষ।
আওলাদে রাসূল (সা:) -কে এক নজর দেখার জন্য এলাকাবাসীর মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা অতীতের চেয়ে এবারের সম্মেলনে সবচেয়ে বেশি মুসল্লিদের আগমন ঘটবে।
মন্তব্য