সোমবার, ২১ এপ্রিল ২০২৫
 

জাবিতে নাটোর জেলা সমিতির নেতৃত্বে শাকিল ও আব্দুল বারী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৫

---

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটোর  জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের  শিক্ষার্থী মোঃ শাকিল আলী এবং সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন বিভাগের ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী আব্দুল বারী। এছাড়া সহ-সভাপতি হিসেবে আজিজুল হাকিম,ফারহানা মিম , অনিক শেখ ও শরীফ কে দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সদ্যবিদায়ী সহ-সভাপতি শাকিল ও সাধারন সম্পাদক মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে  যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক ইয়াসির নাইব, মো: আবু নাঈম ,মোহাইমিন মাহমুদ মীম , শুভ সরকার, ফাউজিয়া ফারিয়া, রূপা। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রাশিদুল হাসান মিলন  এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন শাকিল হোসেন ।

এ কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে রয়েছেন সাদিয়া আক্তার , উপ-কোষাধ্যক্ষ রুদ্র প্রসাদ কর্মকার , দপ্তর সম্পাদক মোঃ নাঈম আলী , উপ-দপ্তর সম্পাদক আয়াজ আহমেদ অনিক,  প্রচার ও প্রকাশনা সম্পাদক সুবর্না আক্তার , উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক , ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন , উপ-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসোর হায়দার, আরাফাত মোস্তফা আলিফ,  রাফিদ রহমান অন্তর , সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সানজিদা তাবাসসুম সাচ্চি, উপ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুমাইয়া সুলতানা সিয়া।

এছাড়াও, আইন বিষয়ক সম্পাদক তুহিন আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাহানারা খাতুন, উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উম্মে শামিম আরা ইতু , ছাত্রী বিষয়ক সম্পাদক মুহতাদি ফারজানা , পাঠাগার বিষয়ক সম্পাদক আরাফাত মোস্তফা আলিফ, পরিবেশ বিষয়ক সম্পাদক ইসরাত জাহান ঐশী , উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক বুসরা সুলতানা বৃষ্টি , ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সুবর্ণা সাঈদা, অভ্যর্থনা বিষয়ক সম্পাদক শিউলী ইসলাম, শিক্ষা ও ভ্রমণ বিষয়ক সম্পাদক জারিন তাসনিম শিফা , উপ-শিক্ষা ও ভ্রমণ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান ।

উল্লেখ্য, কমিটিতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫৩ তম আবর্তনের ১১ জন শিক্ষার্থী কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন। তারা হলেন, তানভীর, তাহমিদ, মাসুদ, আশিকুর, আতিকুজ্জামান, বিপ্লব, ফেরদৌস, সারা, সানজিদা, ইসরাত ও আঁখি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon