রবিবার, ২০ এপ্রিল ২০২৫
 

রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যকরের উদ্যোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৫

---

রাবি প্রতিনিধি

দীর্ঘদিন অকার্যকর থাকা অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে কার্যকর করার উদ্যেগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। এ লক্ষ্যে শুক্রবার (১৭ জানুয়ারি) রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আরইউএএ) এজিএম (অ্যানুয়াল জেনারেল মিটিং) ২০২৫ বাস্তবায়ন কমিটি এবং বিভিন্ন উপ-কমিটির একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি অ্যলামনাই অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল জেনারেল মিটিং (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে শুধুমাত্র আজীবন সদস্যবৃন্দ উপস্থিত থাকতে পারবেন। ‎আজীবন সদস্য হতে ৫০০০ টাকা ফি জমা দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। বছরের যেকোনো সময় এই রেজিষ্ট্রেশন করা যাবে। অ্যালামনাই অ্যাসোসিয়শেনের ওয়েবসাইট লিংকে (https://ruaa-ru.com/register?sfnsn=wa) রেজিস্ট্রেশন করে আজীবন হতে পারবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

এই বিষয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এজিএম ২০২৫ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. ফরিদ উদ্দীন খান বলেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোয়িশেন থাকে। অ্যালামনাই সদস্যদের অনেক কন্ট্রিবিউট করার সুযোগ থাকে তার বিশ্ববিদ্যালয়ে। একাডেমিক্যালি বা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে, যারা সদ্য গ্রাজুয়েট থাকে তাদের জবের জন্য হেল্প করতে পারবে। সর্বোপরি একটা কানেকশন থাকে বিশ্ববিদ্যালয়ের সাথে। এই কালেকশনকে ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠান তথা বর্তামান শিক্ষার্থীদের কল্যাণে সেটা ব্যবহার করা হবে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক এবং  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ মতিয়ার রহমান। সভায় প্রায় ৭০ জন আজীবন সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে “রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন” গঠন প্রক্রিয়ার শুরু করেছিলেন তৎকালীন উপাচার্য প্রফেসর সাইদুর রহমান। এরপর ২০১৩ সালের ১২-১৩ এপ্রিল “প্রথম অ্যালামনাই পুনর্মিলনী” ও ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি (Executive Council) গঠিত হয়। কিন্তু  কমিটিটি আর কোনো কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারে নি। এরপর একাধিক বার কার্যক্রম হাতে নিলেও অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাস্তবায়ন হয়নি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon