রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি প্রদর্শন করা হয়েছে। রোববার বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবি চত্ত্বরে বিপিএল ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামেও প্রদর্শন করা হয় ট্রফিটি।
ট্রফি উন্মোচন করার সাথে সাথেই ক্রিকেটপ্রেমী শিক্ষার্থীরা ট্রফি দেখতে ভিড় করেন। ট্রফির সাথে সেলফি নেওয়া, ভিডিও করতে দেখা যায় অনেককে।
ট্রফি দেখতে আসা নাজমুল হুদা নামে এক শিক্ষার্থী বলেন, বিপিএলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এরকম উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। ট্রফি দেখে খুবই ভালো লাগছে। তবে আয়োজক কমিটির প্রতি প্রত্যাশা থাকবে যেন সামনে আরো ভালো মানের ট্রফি তারা তৈরি করেন।
বিশ্ববিদ্যালয়ে ট্রফি প্রদর্শনীর কারণ জানতে চাইলে ‘দূর্বার রাজশাহী’র ট্রফি প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক বশির আহম্মেদ বলেন, আমরা এর আগে দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রিকেটকে কীরকম উপভোগ করে, ভালোভাসে। আমরা মূলত ক্রিকেটের উত্তেজনা ছড়িয়ে দিতেই বিশ্ববিদ্যালয়ে ট্রফি নিয়ে এসেছি।আসলে আমরা চেয়েছি ক্রিকেট প্রেমীদের ট্রফিটা দেখানো আর বিপিএলের উত্তেজনাটা সকলের যাতে মধ্যে ছড়িয়ে পড়ে।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের আলুপট্টি মোড়ে বিপিএল ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়। এরপর রাজশাহী কলেজ, শহরের নগর ভবন, রেলগেটসহ কয়েকটি স্থানে প্রদর্শিত হয়।
মন্তব্য