রবিবার, ২০ এপ্রিল ২০২৫
 

জাবিতে শহীদ জিয়া’র জন্মবার্ষিকিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৫

---

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামীমা সুলতানা লাকি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। আজকের দিনটি শুধু তাঁর জন্মদিন নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও দেশপ্রেমের জন্যই আমরা আজ একটি স্বাধীন দেশের নাগরিক। তাঁর অবদান ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কেমন হতো, তা কল্পনা করাও কঠিন।”

অনুষ্ঠানে শাখা ছাত্রদলের  নেতাকর্মী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon