রবিবার, ২০ এপ্রিল ২০২৫
 

জাবি সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মেঘ ও সদস্য সচিব জিয়ান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৫

বাম থেকে আহ্বায়ক ও সদস্য সচিব

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর সাংস্কৃতিক সংগঠনগুলোর জোটবদ্ধ সংগঠন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের মেয়াদোত্তীর্ন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে জোটভুক্ত দুইটি সংগঠনের সদস্যরা।কমিটিতে পরিবেশ বিজ্ঞান, ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম মেঘকে আহ্বায়ক (জাহাঙ্গীরনগর থিয়েটার, টি এস সি এর প্রতিনিধি) এবং বাংলা বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জুবাইর ইসলাম জিয়ানকে সদস্য সচিব করা হয়েছে।। কমিটির মুখপাত্র করা হয়েছে বাংলা বিভাগ ৫২ ব্যাচের শিক্ষার্থী প্রিয়াঙ্কা কর্মকারকে।

রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

এসময় তারা বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংগঠনটি গঠনততন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে এ ঘোষণা দেন। এসময় জাহাঙ্গীরনগর থিয়েটার টিএসসির সম্পাদক সাইয়েদা  শাওলির লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে শাওলি নির্বাচনকে প্রহসনমূলক উল্লেখ করে বলেন,জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের  অনাচার প্রকট হয় গত নির্বাচন থেকেই। গনতান্ত্রিক নির্বাচনের নামে যে প্রহসন পূর্ববর্তী কার্যকরী কমিটি করে গেছে তা আদতে মাইলফলক হয়ে থাকবে। সভাপতি ও সাধারন সম্পাদক মনোয়নধারী দুই সংগঠনের কর্তাব্যাক্তির নামে গুপ্ত রাজনীতির প্রমাণবিহীন অপপ্রচার করে একটি নির্দিষ্ট পক্ষ ও ব্যক্তিবিশেষ নির্বাচনের স্বচ্ছতা, স্বতন্ত্রতা ও নিরেপেক্ষতা লঙ্ঘন করে। এর আগে ২০২২ সালে একই ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন।

গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে বলেন,জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের গঠনতন্ত্রের  ১০.খ  অনুযায়ী ‘সাধারণ সভার ক্ষেত্রে অর্ধেক সদস্যদের উপস্থিতিতে কোরাম পূর্ণ হবে। কার্যনির্বাহী পর্ষদের ক্ষেত্রে এর সংখ্যা দুই-তৃতীয়াংশ হতে হবে৷’ ও ১০.ঙ  অনুযায়ী, ‘প্রতিমাসে অন্তত দুইবার কার্যনির্বাহী পর্ষদের বৈঠক ও প্রতি দুই মাসে একবার সাধারণ সভা আয়োজন করতে হবে।  এই দুই ধারার লঙ্ঘন আমরা দেখতে পাই তখন, যখন বিগত কার্যকরী বছরে আমরা কোনো কার্যকরী সভার হদিস দেখতে পাই না এবং অপরদিকে কেবল চারটি জরুরি সাধারণ সভার ডাক পাই। জরুরী সাধারন সভাতে সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি ছিল আশঙ্কাজনক। এই দুই বাস্তবতা গঠনতন্ত্রের ১০.খ ও ১০.ঙ ধারাকে অবহেলা করে।  এছাড়াও আরো বিভিন্ন দৃষ্টান্ত এনে গঠনতন্ত্র লঙ্ঘনের প্রমাণদেন।

পরিস্থিতি বিবেচনায়, আগামীদিনে সাংস্কৃতিক জোটের হারানো ঐতিহ্য ও জৌলুস ফিরিয়ে আনার লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করেন বর্তমান মেয়াদউত্তীর্ণ কমিটির সহসাধারণ সম্পাদক ওমর ফারুক বান্না এ কমিটি ঘোষণা করেন।

কমিটি ঘোষণা পরবর্তী মাহফুজুল ইসলাম মেঘ বলেন, আমরা আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য  করব। এজন্য জোটবদ্ধ সংগঠনগুলোকে আহ্বান করা হবে। আজকে আমরা দুইটি সংগঠন এখানে আছি। কিছু সংগঠন আছে সাংস্কৃতিক কর্মকাণ্ড করেও জোটবদ্ধ হতে পারেনি। আমরা তাদেরও আমন্ত্রণ জানাব।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon