আশিকুর রহমান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাপ্ত হয়। মিছিলের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে উপাচার্য অভিভূত হন এবং তাদেরকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ্ উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। তারা শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এর আগে গতকাল দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর বিষয়ে উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থীদের, সবার কাঙ্ক্ষিত ফল আমরা পেয়েছি। আমরা সকলেই খুব খুশি, আশাবাদী। আমাদের দ্বিতীয় ক্যাম্পাস যেটা হবে কি হবে না এটা নিয়ে চিন্তিত ছিলাম এখন ইনশাআল্লাহ এটা হয়ে যাবে।
এই আনন্দ মিছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, এবং তারা একত্রিত হয়ে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থের উর্ধ্বে কিছু দেখি না আসলে। আমরা অনার্স শেষ করেছি মাস্টার্স শেষের দিকে। জবিয়ান কতটা ত্যাগ এবং সীমাবদ্ধতার মধ্য দিয়ে শিক্ষা জীবন শেষ করে সেটা নিজে বুঝতে পেরেছি। তাই চেয়েছিলাম আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমেই বাস্তবায়ন হোক। যাতে করে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে কাজটা দ্রুত হয়। যাতে আমার ভাই বোনেরা এর সুফল ভোগ করতে পারে। অনেক আন্দোলন, কর্মসূচি, অনশনের পর আজ আমরা সফল।
মন্তব্য