রবিবার, ২০ এপ্রিল ২০২৫
 

ইবিতে নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৫

---

শামীমা রহমান,ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কোনো কার্যক্রমে গোপনে অথবা প্রকাশ্যে অংশগ্রহণ কিংবা সহযোগিতায় সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কার্যক্রমে গোপনে অথবা প্রকাশ্যে অংশগ্রহণ কিংবা সহযোগিতায় সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে যেন বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয় এবং শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon