জাবি প্রতিনিধি
আগামী ২ দিনের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে ঘোষণা দিয়েছেন উক্ত শাখা সভাপতি মহিবুর রহমান মুহিব।
আজ (২২ জানুয়ারি) জাবির অডিটোরিয়ামে এক প্রশ্নোত্তর পর্বে, শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে শাখা শিবির সভাপতি এই কথা জানান।
দীর্ঘ ৩৫ বছর পর জাবি ক্যাম্পাসে আত্মপ্রকাশের পর শিবিরের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজ ৫৪ তম মহান দিবস উপলক্ষ্যে আয়োজিত হওয়া বিজয় দিবস কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের শেষাংশে প্রশ্নোত্তর পর্বে জাবি শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু জিজ্ঞেস করেন, আপনাদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ না হওয়ায় অনেক শিবির না করা ব্যক্তিও ট্যাগিংয়ের শিকার হচ্ছেন। আপনারা পূর্ণাঙ্গ কমিটি কবে প্রকাশ করবেন?
এই প্রশ্নের জবাবে, জাবি শিবির সভাপতি বলেন, আমরা এটা খুব দ্রুতই প্রকাশ করতে চাই। আগামী ২ দিনের মধ্যেই আপনারা এটি দেখতে পাবেন।
জাবি শিবিরের সভাপতি বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে যে লক্ষ্যকে সামনে রেখে জনগণ একসাগর রক্ত দিয়েছিল, সে লক্ষ্য মাত্রায় আমরা আজও পৌছতে পারিনি। সেজন্যই, ২৪এ এসেও আমাদেরকে রক্ত দিতে হয়েছে। আমরা ৫ আগস্টের আগে যেভাবে দলমতের উর্ধ্বে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে, যারই ফলস্রুতিতে আমরা জগদ্দল পাথরকে নামাতে সক্ষম হয়েছে। আগামী দিনে এই ঐক্যকে ধরে রাখলে আমরা স্বাধীনতার লক্ষ্য অর্জনে সক্ষম হব ইনশাআল্লাহ।
মন্তব্য