আশিকুর রহমান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে জবি শাখা ছাত্র অধিকার পরিষদ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপাচার্য বরাবর এক স্মারকলিপিতে এ দাবি জানায় সংগঠনটি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জবি শিক্ষার্থীরা সব ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। এছাড়াও নিজেদের শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ দিলে অর্থনৈতিক সাশ্রয় হওয়া সহ শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধ থাকবে বলে মনে করে সংগঠনটি।
জবি শাখা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আহাদ বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বয়স ১৯ বছর হলেও এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে সুযোগ পেয়েছে তুলনামূলক অনেক কম। বরং ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বেশি অগ্রাধিকার পেয়েছে। যার ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার স্বপ্ন পূর্ণরুপে দেখতে পারছে না।
জবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রাব্বি বলেন, আমাদের শিক্ষার্থীরা কি মেধাবী নয়? এতো প্রতিকূলতা উপেক্ষা করে যোগ্যতা অর্জন করা মেধাবীদের যদি আমাদের বিশ্ববিদ্যালয় মূল্যায়ন না করে, এটা অনেক হতাশার সৃষ্টি করে। এটা একধরণের বৈষম্যও বটে,তাই আমরা চাই আগামী শিক্ষক নিয়োগগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যেন মূল্যায়ন করা হয়।
মন্তব্য