রবিবার, ২০ এপ্রিল ২০২৫
 

কুরআন পুড়ানোর ঘটনায় এক যুগ পর রাবি শিবিরের মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৫

---

রাবি প্রতিনিধি:

দীর্ঘ এক যুগ পর প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রাবি  শাখা। ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার)  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও আবাসিক হলে কুরআন পুড়ানোর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে তাঁরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী মাগরিবের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রধান ফটক থেকে মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে মিলিত হয়।

বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শাখা সেক্রেটারি মোজাহিদ ফয়সালের সঞ্চালনায় বাংলাদলশ ইসলামি ছাত্রশিবিরের রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, কুরআন আমাদের কলিজার স্পন্দন, কুরআন আমাদের হৃদয়ের টুকরা। কুরআনকে পুড়িয়ে আমাদের হৃদয়ে যে পরিমাণ আঘাত দেওয়া হয়েছে এই আঘাত আমাদের মৃত্যু দিয়েও দেওয়া যায়না। আমরা বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে তারা চুপিচুপি কেন! তারা প্রকাশ্যে এসে আমাদের সামনে কুরআন পোড়াক। শিবির শুধু নয়, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী তাদের শাস্তি তাদের সামনেই নিশ্চিত করবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, কুরআন পুড়ানোর ঘটনায় সকল শিক্ষার্থী চরমভাবে মর্মাহত হয়েছে এবং প্রশাসনের কাছে দ্রুত বিচারের দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সকল সংগঠন ফেসবুকে আহ্বান জানাচ্ছে। আমরা চাই তাদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে কুরআন সকলের মাঝে ছড়িয়ে দিয়ে কুরআনের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ।

শাখা শিবিরের প্রাচার ও মিডিয়া সম্পাদক মো. নওসাজ্জামান বলেন, গত ১২ জানুয়ারি আমাদের  প্রাণের ক্যাম্পাসে, প্রাণের ধর্মগ্রন্থ আল-কুরআনের উপর একদল আগুন দিয়েছে। তারা শুধু কুরআনে আগুন দেয়নি, আমাদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে।

তিনে বলেন, তাদের এই চক্রান্ত আমরা কখনো সফল হতে দেব না। যতক্ষণ পর্যন্ত প্রশাসন তাদের সুষ্ঠু তদন্ত করে এদের শাস্তি না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশ নয়, পুরো বিশ্বের মানুষ কখনো কোরআন পুরানো সাহস না পায়।

এছাড়া বিক্ষোভ সমাবেশে দপ্তর সম্পাদক হাফেজ মেহেদী হাসান, বায়তুলমাল সম্পাদক মোজাহিদুল ইসলাম এইচআরডি সম্পাদক ইমরান। মিছিল ও বিক্ষোভ সমাবেশে শিবিরের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১১ জানুয়ারি দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের মসজিদে কুরআন পুড়ানোর ঘটনায় তিন কার্যদিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদনে ও সাত কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এখনো সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল করলো ছাত্রশিবির।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon