বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
 

বিএনপি নেতার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৫

---

নবাবগঞ্জ (দিনাজপুরের) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে দরপত্র ছাড়াই অবৈধভাবে বন বিভাগের শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলার বিএনপির এক উপদেষ্টার বিরুদ্ধে। এ ঘটনায় গত বুধবার রাতে উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তাহাসিন আলী বাদী হয়ে জেলা বিএনপির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা আবু তাহের কারীসহ সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গত বুধবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর মৌজার ৫০ নম্বর খতিয়ানের অর্পিত ‘ক’ তালিকাভুক্ত ১০৫ নম্বর দাগে পুকুরপাড় থেকে ১০৪টি ইউক্যালিপটাসগাছ কাটায় এ অভিযোগ করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। গাছগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ ৫ হাজার টাকা বলে জানা গেছে।

লিখিত অভিযোগে গাছ কাটায় নবাবগঞ্জের খয়েরগুনি গ্রামের শ্যামল মুর্মু, চান মুরমু, নওশাদ

হোসেন, নুরেমান হোসেন, মনজুর হোসেন, সোহেল মিয়াকে আসামি করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে শ্রীকৃষ্ণপুর মৌজার ৫০ নম্বর খতিয়ানের অর্পিত ‘ক’ তালিকাভুক্ত ১০৫ নম্বর দাগে পুকুরপাড়ে স্থানীয় কয়েকজন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোক শতাধিক ইউক্যালিপটাসগাছ লাগান। গাছ লাগানোর সময় গাছ রোপণকারীরা সংশ্লিষ্ট দপ্তরের কোনো অনুমতি বা সুবিধাভোগী হিসেবে কোনো চুক্তি করেনননি। গত বুধবার সকালে বিএনপি নেতা আবু তাহের কারীর নেতৃত্বে স্থানীয় সাত ব্যক্তি সেখানকার ১০৪টি গাছ কাটেন। খবর পেয়ে ইউএনও আনিসুর রহমান, উপজেলা ভূমি দপ্তর সার্ভেয়ার বেলাল হোসেন ও বিনোদনগর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা তাহাসিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঘটনার সত্যতা পায় পরিদর্শক দল।

বিএনপি নেতা আবু তাহের কারী বলেন, ‘আমি গাছ কাটার নির্দেশ দিইনি। তবে বলেছি, সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিয়ে গাছ কাটার পর অংশীদারদের (তিনপাড়ার আদিবাসী) যেন সমানভাবে টাকা ভাগ করে দেওয়া হয়। গাছের টাকার ভাগ নেওয়ার বিষয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগ ওঠেছে সেটি মিথ্যা।’

মন্তব্য

এলাকার খবর

Developed By: Dotsilicon