শামীমা রহমান, ইবি প্রতিনিধি
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদমর্যাদার প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিনি পরবর্তী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন-২০২০ এর ধারা ৬ এর উপ-ধারা (১) এর দফা (চ), (ছ), (জ), (বা), (ঞ) এবং (ট) অনুযায়ী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে পরবর্তী তিন বছরের জন্য সরকার কর্তৃক আট সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ বিষয়ে নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান বলেন, আমার প্রথম কাজ হবে মাদ্রাসা শিক্ষাকে ঢেলে সাজানো। আধুনিক শিক্ষার তুলনায় মাদ্রাসা শিক্ষার অবস্থানটা অপেক্ষাকৃত পিছিয়ে আছে। দ্বিতীয়ত কাজ হবে ইসলামী শিক্ষার উন্নত গবেষণা এবং আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করা। ক্রমান্বয়ে এটাকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।
মন্তব্য