জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) শাখার নিরাপদ সড়ক চাই আন্দোলনের ২০২৪-২৫ মেয়াদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক তানভীর রহমান ও সদস্য সচিব ফয়সাল আহম্মেদ স্বাধীন।
২৫ জানুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি)কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষনা করেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন। এসময় আর উপস্থিত ছিলেন জাবি শাখার আহ্বায়ক এস এন সোহেল রানা ও সদস্য সচিব রুকাইয়া সরকার পাখি।
এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. মিনহাজুল ইসলাম, মো. তাওফিকুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন রাজীব হোসেন, দিদারুল ইসলাম, আব্দুল্লাহ আসিফ, মাশফিকুর রহমান নাঈম, ফেরদৌস মোল্যা, ধ্রুব চন্দ্র মোদক, মো. আতিফ হোসেন, মো. তৌকির কিবরিয়া, মো. জাহিদ খান, বুবলী আহমেদ, এস.এম. আব্দুল্লাহ আল আমিন, নূসরাত জাহান, মুহাম্মদ আনাস বিন আলম, মো. আব্দুল রাহাদ, ফাহিম ফয়সাল, মো. আমানুল্লাহ, জাবির মাহমুদ।
এছাড়া কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন- সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা, জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইরিন আখতার, পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল উদ্দিন, , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক মাসুম-শাহরিয়ার, জাবি প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, সহকারী প্রক্টর শামীমা নাসরীন জলি।
কমিটিতে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন, ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ,।জনাব কামরুল হাসান, সহযোগী অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, মো. ইমরান হোসেন, যুব বিষয়ক সম্পাদক, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটি। মো. সোহেল রানা, প্রতিষ্ঠাতা আহ্বায়ক, নিরাপদ সড়ক চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা, মো. হাবিবুর রহমান আসিফ, সাবেক সদস্য, নিরাপদ সড়ক চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন বলেন- নিরাপদ সড়ক চাই আন্দোলনের উদ্দেশ্য এটাই সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে নিরাপদ সড়ক নিশ্চিত করা। সেই লক্ষে নিরাপদ সড়ক চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পুনরায় পথচলা শুরু হলো। যেহেতু আমাদের আবাসিক বিশ্ববিদ্যালয় এবং এর এলাকা বেশ বড়। এখানে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কসমূহকে নিরাপদ করার লক্ষে আজকের এই কমিটি গঠিত হয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ।
নবনির্বাচিত কমিটির আহ্বায়ক মো. তানভীর রহমান বলেন- আমরা সড়ক আইনের বাস্তবায়ন ফিরিয়ে আনবো, আমাদের কোনো বোন রাচি মারা যাবে না, এই বিশ্ববিদ্যালয় সকলের নিরাপদ ও নির্দিধায় চলার একটি ক্ষেত্র হবে, সেই লক্ষেই কাজ করে যাবে নিসচা জাবি শাখা ইনশাআল্লাহ। ইলিয়াস কাঞ্চনের সুরে সুর মিলিয়ে আমরা লক্ষ নিয়ে আগাই। কোনো একদিন আমরা সড়ক দূর্ঘটনাকে শূণ্যে নামিয়ে আনতে পারবো।
মন্তব্য