বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
 

গাজীপুরে ই-সেবা ফুটবল ম্যাচ ও মোশারফ ভূইয়া স্বরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনুষ্টিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৫

---

মো জাকির হোসেন, রিপোর্টারঃ

গাজীপুরের সর্ব বৃহৎ কারিগরি ও আইসিটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান “ই-সেবা কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের” আয়োজনে ও গাছা প্রেস ক্লাব গাজীপুর মহানগরীর সার্বিক তত্ত্বাবধানে  “ই-সেবা ফুটবল ম্যাচ-২০২৫ ” আসর স্থানীয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত খেলায় টরমেন্টা স্পোটিং ক্লাব গাজীপুর ৪-৩ গোলে এনআরবিসি ব্যাংক বোর্ড বাজার শাখা কে পরাজিত করে। খেলার প্রথমার্ধে দিকে এনআরবিসি দলটি প্রতি পক্ষের উপর প্রাধান্য বিস্তার করে নিজেদের নিয়ন্ত্রণ রেখে প্রথম গোল করতে পারলেও শেষার্ধে টরমেন্টা ছন্দময় খেলায় ৪-৩ গোলে এগিয়ে বিজয় নিশ্চিত করে। উভয় দলই হাড্ডা হাড্ডি লড়াইয়ে কলেজ মাঠে মনোমুগ্ধকর খেলা অনুষ্টিত হয়।

শুক্রবার, ২৪ জানুয়ারী গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় বঙ্গবন্ধু কলেজ মাঠে কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে, প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ম্যাচটির শুভ উদ্বোধন ঘোষণা করেন গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর জোনের প্রধান মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি মাদক মুক্ত সমাজ ও কর্মজীবিদের মনোবল বৃদ্ধির জন্য সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের এগিয়ে আসার আহবান করেন।

উক্ত খেলায় যুব সংগঠক, ই-সেবার উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইকবাল হোসাইন এর সভাপতিত্বে, সাংবাদিক আরিফ মৃধা ও টিটু’স টিউটোরিয়ালের পরিচালক ও লেখক টিটু কান্তি কর এর যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ও বোর্ড বাজার শাখার ব্যবস্থাপক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক মোঃ গাউছ আহাম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ বোর্ড বাজার জোনের ডিজিএম সিদ্দিকুর রহমান, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার ইঞ্জিঃ ইদ্রিস খান, গাছা প্রেস ক্লাবের সভাপতি কবি আমীর আলী ও ক্লাবের সাধারণ সম্পাদক চৌকস সাংবাদিক  আব্দুল হামিদ খান, আয়কর উপদেষ্টা, ঢাকা ও গাজীপুর ট্যাক্সেস বারের সদস্য সজীব মাহমুদ ও ফরিদুল ইসলাম ফরিদ, বিসমিল্লাহ জ্যাকর্ড পয়েন্ট এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন, ব্যাংকের বনশ্রী শাখার এমওপি রুহুল আমিন সিকদার, প্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলাম, যুব সংগঠক রাসেল সরকার।

এছাড়াও উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন, খেলা সমন্বয়ক গৌতম বিশ্বাস ও জুলহাস মল্লিক, গাছা প্রেস ক্লাবের নির্বাহী কমিটি ও সকল সদস্য, জাতীয় পর্যাযের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, খেলা প্রেমী সুশীল সমাজের নেতৃ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। খেলায় সকল খেলোয়াদের পুরস্কার, ম্যান অব দ্যা ম্যাচ, সেরা গোল দাতা পুরস্কার, আগত অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।

অপরদিকে নগরীরর গাছা এলাকায় “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল” এ স্লোগানে গাছা থানা যুবদলের সাবেক সদস্য সচিব মরহুম মোশারফ হোসেন ভূঁইয়া’র স্মৃতি স্মরনে, আন্ত:গাছা মেট্রো থানা স্কুল ভিত্তিক ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (২৪জানুয়ারি) রাত ৮টায় অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে অনুর্ধ্ব গ্রুপে ৪০টি বিভিন্ন শিক্ষা প্রাতিষ্ঠানিক ছাত্রদের দল, ও উর্ধ্ব গ্রুপে ১৬টি দল প্রতিযোগীতায় অংশ নেয়।

অনুষ্ঠানে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথীর বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল (সিপাই)। গাছা থানা বিএনপির সাধারন সম্পাদক ও অনুষ্ঠান সভাপতি কামাল উদ্দিন, এর আগে খেলা উদ্বোধন করেন মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, গাছা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এএসএম নাইম ও কামারজুরী ইউসুফ আলী উচ্চ- বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, আলহাজ্ব লেহাজ উদ্দিন ভূঁইয়া।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাছা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সরকার, থানার বিএনপির সহ সভাপতি ও ৩৫নং ওয়ার্ড সভাপতি আবুল হাশেম, গাছা থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইফতেখার আহমেদ রিপন, কেন্দ্রিয় ওলামা দলের সদস্য ও গাছা থানা ওলামাদলের আহ্বায়ক মাওলানা আব্দুল মোমেন প্রমূখ।

অনুষ্ঠানে মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও গাছা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুস ছালাম ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুর রহমান জুয়েল তাজ, থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, থানা বিএনপির সদস্য সেলিম ভূঁইয়া, থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সুজন মালিখা, নগরীর ৩৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাসির মণ্ডল ও সম্পাদক রাসেল, ব্যাবসায়ী ফজলু ভূঁইয়া- সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

খেলায় অনুর্ধ্ব বালক বিজয়ী কামারজুড়ি ব্যাডমিন্টন দলকে ৬ হাজার ও রানার্স আপ নুরুল ইসলাম ব্যাডমিন্টন দলকে ৩ হাজার ও উর্ধ্ব বালক বিজয়ী নুরুল ইসলাম ব্যাডমিন্টন দলকে ১০ হাজার ও রানার্স আপ দলকে ৫ হাজার নগদ পুরস্কার সহ ট্রফি তুলে দেন অতিথিরা।

মন্তব্য

এলাকার খবর

Developed By: Dotsilicon