রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পীরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির (পীউছাকস) এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী রোকনুজ্জামানকে সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মহিদুল ইসলাম মুসাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে পীউছাকস এর নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে সমিতির উপদেষ্টা ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুজ্জামান নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাইদ আহমেদ,মাসুম মিয়া, আজাদ,তানজিনা আক্তার, কোষাধ্যক্ষ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক শাওন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ফাহাদ, ছাত্রী বিষয়ক সম্পাদক মোকারমা কাওছার রমা, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক মায়েদা সাজনীন জয়িতা।
মারুফ হাসান মিলুর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগেী সহযোগী অধ্যাপক ড. দিলিপ কুমার এবং ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মাসুদুর রহমান।
উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতি মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন।
মন্তব্য