ফয়সাল হোসেন, লক্ষ্মীপুরঃ
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচন জাতির যৌক্তিক দাবি। এই দাবি বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নিতে হবে। জনগণ এ দাবির জন্যই আন্দোলন-সংগ্রাম করেছে।’
রোববার (২৬ জানুয়ারি) লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘সরকারকে শোনার মানসিকতা রাখতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ নির্বাচনের দাবি করেছেন। এটি যৌক্তিক দাবি। এই দাবি উপেক্ষা করলে জাতির জন্য এটি আরেকটি ক্রান্তিকাল হয়ে দাঁড়াতে পারে। পলাতক ফ্যাসিবাদকে সুযোগ করে দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘দেশে স্বাভাবিক ও সুন্দর পরিবেশ তৈরি করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই। সরকারের উচিত সব রাজনৈতিক দলকে আলোচনার টেবিলে ডেকে সমাধানের পথ খুঁজে বের করা।’
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘গোল টেবিল আলোচনা হতে পারে। রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার ক্ষেত্র আরও বৃদ্ধি করতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুব আলম মামুন, প্রধান শিক্ষক খোদেজা খাতুন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, বিএনপি নেতা জহির উদ্দিন ফারুক, জমির উদ্দিন চৌধুরী সঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য