রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনের তারিখ আবারও পরিবর্তন হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সমাবর্তন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন) । আজ (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিষয়টি করেছে। তবে নতুন কোন দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তনে নিবন্ধিত শিক্ষার্থীদের ও পারিপার্শ্বিক বিবেচনায় সরকারি পর্যায়ে আলোচনার ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনের তারিখ ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল। নিবন্ধিত শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশ বিভিন্ন মাধ্যমে কর্মদিবসে, বিশেষত সপ্তাহের মধ্যভাগে এরূপ আয়োজন না করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করে।
সংবাদ বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, বিষয়টি বিবেচনায় নিয়ে সমাবর্তন সংশ্লিষ্ট অতিথিবৃন্দের সাথে ইতোমধ্যে যোগাযোগ শুরু করা হয়েছে। এই প্রেক্ষাপটে রাবির দ্বাদশ সমাবর্তনের পূর্বঘোষিত তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সমাবর্তনের পরিবর্তিত তারিখ যথাশীঘ্র সম্ভব নির্ধারণ করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।
মন্তব্য