জাবি প্রতিনিধি
বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রণীত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী ১ ফেব্রুয়ারীতে তফসিল ঘোষণা করার দিনে জাবি ছাত্রদলের পক্ষ থেকে মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচীতে বহিরাগতদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
শনিবার (১ ফেব্রুয়ারী) বিকেল পৌনে ৪ টায় জাবি ছাত্রদলের কর্মসূচীতে বহিরাগতদের উপস্থিতি নজরে আসে।
কর্মসূচীতে থাকা এক শিক্ষার্থীর পরিচয় জিজ্ঞেস করলে সে বলে, আমি বিউপিতে পড়াশুনা করি। এখানে মাঝেমাঝেই আসি। এখানে আসতে ভালো লাগে।
একাধিক শিক্ষার্থীকে জিজ্ঞেস করে জানা যায়, তাদেরকে ফোন করে বড়ভাই আসতে বলেছে, সেজন্য তারা এসেছে।
কেন এসেছে জিজ্ঞেস করলে তারা বলে, ভাইয়েরা বলছে, সেজন্য আসছি।
সরেজমিন প্রত্যক্ষ করে দেখা যায়, বেশ কিছু বহিরাগত ক্যাম্পাসের এই কর্মসূচীতে অংশ নিয়েছে। এখানে আসার হেতু তারা নিজেরাই জানে না।
মন্তব্য