শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
 

জবির চাঁপাইনবাবগঞ্জ ছাত্রকল্যাণের নেতৃত্বে আশিক-রায়হান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ ফেব্রুয়ারী ২০২৫

---

আশিকুর রহমান, জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আছেন মো: আশিক ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন মো. রায়হান ইসলাম।

শুক্রবার সংগঠনটির উপদেষ্টারা এ কমিটি অনুমোদন দেন। এ কমিটি ২০২৪-২৫ কার্যবর্ষের দায়িত্ব পালন করবেন।

 

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. ফজল ইসলাম, মো. মমিন রহমানও সানজিদা ইসলাম। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হাসান নাঈম ও  সাংগঠনিক সম্পাদক পদে আছেন মো. নাহিদ ইসলাম।

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রায়হান ইসলাম বলেন, এটা আমাদের প্রাণের সংগঠন। ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে আমরা একে অপরের পাশি থাকি। সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাবো। একে অপরের পাশে থাকব। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সহায়তামূলক কর্মকান্ডের পাশাপাশি নিজ এলাকাতেও আমরা সচেতনামূলক ক্যাম্পেইন পরিচালনা করব।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon