নিজস্ব প্রতিবেদক
শুভ উদ্বোধন হল আকি মিশন পথশিশু ফাউন্ডেশ ১লা ফেব্রুয়ারী শনিবার নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলঅর কায়েতপারা ইউনিয়নের নাওরায় প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের উদ্বোধণ করা হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকি ফাউন্ডেশনের সভাপতি ও দাতা জামান মিয়া। বিশেষ অতিথি ছিলেন আকি মিশন ও পথশিশু ফাউন্ডেশনের অধ্যক্ষ ও গভণিং বডির সাধারণ সম্পাদক আকি রাহান খান, বিশিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম|
প্রচার সম্পাদক ও দৈনিক যুগের কণ্ঠস্বরের ভারপ্রাপ্ত সম্পাদক রিয়াজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন এমডি সিকিউরিটির ব্যবস্থাপনা পরিচালক মহসিন মিয়া। সহকারী শিক্ষক মামুন, উর্মি আক্তার, ফরিদ মন্ডল, সনিয়া আক্তারসহ আরো অনেকে।
মন্তব্য