বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
 

আকি মিশন পথশিশু ফাউন্ডেশনের শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ ফেব্রুয়ারী ২০২৫

---

 নিজস্ব প্রতিবেদক

 শুভ উদ্বোধন হল আকি মিশন পথশিশু ফাউন্ডেশ ১লা ফেব্রুয়ারী শনিবার নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলঅর কায়েতপারা ইউনিয়নের নাওরায় প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের উদ্বোধণ করা হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকি ফাউন্ডেশনের সভাপতি  ও দাতা জামান মিয়া। বিশেষ অতিথি ছিলেন আকি মিশন ও পথশিশু ফাউন্ডেশনের অধ্যক্ষ ও গভণিং বডির সাধারণ সম্পাদক আকি রাহান খান,  বিশিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম|

---

প্রচার সম্পাদক ও দৈনিক যুগের কণ্ঠস্বরের ভারপ্রাপ্ত সম্পাদক রিয়াজুল ইসলাম।  আরো উপস্থিত ছিলেন এমডি সিকিউরিটির ব্যবস্থাপনা পরিচালক মহসিন মিয়া। সহকারী শিক্ষক মামুন, উর্মি আক্তার, ফরিদ মন্ডল, ‍সনিয়া আক্তারসহ আরো অনেকে।

মন্তব্য

এলাকার খবর

Developed By: Dotsilicon