বুধবার, ৯ এপ্রিল ২০২৫
 

জাবি শিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ ফেব্রুয়ারী ২০২৫

---

জাবি প্রতিনিধি

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কতৃক স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শাখা শিবিরের সেক্রেটারি জেনারেল মোস্তাফিজুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম, দাওয়াহ সম্পাদক মশিউর রহমান  শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা নাগাদ সমাজবিজ্ঞান ভবনের সামনে শিক্ষা সামগ্রী তুলে দেন।

 

এসময় উপহার প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ এমন উদ্যোগের প্রশংসা করেন। শিক্ষার্থীরা বলেন, এমন নতুন নতুন ব্যাগ, কলম, চকলেট পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।

 

এসময় শাখা শিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পর্যাপ্ত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে জাবি ছাত্রশিবির। আমরা বিশ্বাস করি শিশুদের পড়াশোনার ক্ষেত্রে অনুপ্রেরণা অনেক গুরুত্ব বহন করে, অগ্রসর হতে সাহায্য করে। এই অনুপ্রেরণা অব্যাহত থাকলে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon