বুধবার, ৯ এপ্রিল ২০২৫
 

৫৩ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করল বাকৃবি ছাত্রশিবির

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ ফেব্রুয়ারী ২০২৫

---

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে ৫৩ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মেধাবী ও অপেক্ষাকৃত অস্বচ্ছল দুই ক্যাটাগরিতে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়। প্রতি সেমিস্টারে ২ হাজার ৫০০ টাকা করে প্রত্যেক শিক্ষার্থীকে দেড় বছর এই মেধাবৃত্তি প্রদান করা হবে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম।

 

তিনি বলেন, ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘অদম্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি’ প্রদানের উদ্যোগ গ্রহণ করে বাকৃবি শাখা ছাত্রশিবির। শিক্ষাবৃত্তির প্রচারণায় আমরা বিপুল সাড়া পেয়েছি। তাদের মধ্য থেকে প্রথম ধাপে ৫৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। আগামীতেও শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজের অংশ হিসেবে মেধাবৃত্তি কার্যক্রম চলমান ও পরিসর আরও বৃহৎ হবে ইনশা আল্লাহ।

 

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, মেধাবীদের সমন্বয়ে গড়ে ওটা সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। ছাত্রশিবির প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ প্রশ্নে আপোষহীন। সৎ, দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরির ভিশন সামনে রেখেই ছাত্রশিবির এর পথচলা। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রেখে আগামীর বাংলাদেশের নেতৃত্ব এই ছাত্র সমাজকেই নিতে হবে। এবং সকল বাধাবিপত্তি পেছনে ফেলে ছাত্র সমাজকে দেশ গঠনে অংশ নিয়ে দেশবাসীকে একটি সোনার বাংলাদেশ উপহার দিতে হবে।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon