জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নতুন সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী রনি ঘোষ এবং সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন ৪৯ ব্যাচের শিক্ষার্থী জহিরুল ইসলাম।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সকাল থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দিনব্যাপী নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. খালিদ কুদ্দুস।
ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ এর নব নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন সহকারী সাধারণ সম্পাদক মো. শালমান শাহ্ (৫০ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক মিফানুর রহমান ফায়েজ (৫১ ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম (৫২ ব্যাচ), শিক্ষা, গবেষণা ও সেমিনার সংক্রান্ত সম্পাদক মো. আরাফাত রহমান (৫২ ব্যাচ), ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শাহনেওয়াজ ফুয়াদ (৫১ ব্যাচ), সাংস্কৃতিক সম্পাদক বন্ধন কুমার মন্ডল (৫১ ব্যাচ), দপ্তর সম্পাদক রহিম মিয়া (৫১ ব্যাচ), নারী শিক্ষার্থী বিষয়ক সম্পাদক উম্মে হুমায়রা (হুমু) (৫১ ব্যাচ)।
এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। মো. সাব্বির আহমেদ (৫১ ব্যাচ), ইফাজ আল সামি (৫২ ব্যাচ), সাজ্জাদুর রহমান (৫২ ব্যাচ), দুর্জয় হাসান (৫৩ ব্যাচ), নাফিসা তাসনিম শুচী (৫২ ব্যাচ),
মন্তব্য