অনলাইন ডেস্ক
এলাকা ভিত্তিক শিল্প অঞ্চল গড়ে তোলা সহ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা সাধারণ মানুষের হাতের নাগালে পাওয়ার লক্ষ্যে, বরিশাল প্রদেশ চাই স্লোগানকে সামনে রেখে, গত ৭ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল ৫ টায়, ঢাকার ধানমন্ডির ঝিঙ্গাতলায়, প্লাটিনাম ক্লাবে বরিশাল প্রদেশ বাস্তবায়ন কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় বরিশাল প্রদেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২২ ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল ৩ টায় বরিশাল টাউন হল চত্বরে মানববন্ধনের ডাক দিয়েছে বাস্তবায়ন কমিটি।
সভায় বাস্তবায়ন কমিটির সভাপতি সাইফুর রহমান মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম শামছুল আলম নিক্সন এর সঞ্চালনায় উপস্থিত বরিশাল প্রদেশে বাস্তবায়ন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনা করেন। আলোচনা শেষে দেশের দক্ষিণ অঞ্চলের তেরোটি জেলাকে প্রদেশের অন্তর্ভুক্ত করে বরিশাল প্রদেশ করার জোর দাবি জানানো হয়। নেতৃবৃন্দ যে তেরো টি জেলাকে বরিশাল প্রদেশে অন্তর্ভুক্ত করার দাবি জানান সেই তেরো টি জেলা হল বরিশাল সদর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, মাদারীপুর, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, বাগেরহাট, রাজবাড়ী এবং ফরিদপুর।
সভায় উপস্থিতি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন ঈসা, বরিশাল ক্লাবের স্থায়ী সদস্য এবং বাস্তবায়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান হাসনাইন, বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন জুয়েল, এডভোকেট দ্বিপ হাওলাদার, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, মনিরুজ্জামান, মিলন মল্লিক প্রমুখ।
মন্তব্য