বুধবার, ১২ মার্চ ২০২৫
 

গোয়ালন্দে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি: 

রাজবাড়ীর গোয়ালন্দে ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা  সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল দশটা সময় ওয়াজের চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সবাই সভাপতিত্ব করেন ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান ।

---

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আসাদুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, তৌহিদ এসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা ও টিভিইটি কনসালটেন্ট মোঃ তৌহিদুজ্জামান ,ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন মাধ্যমিক স্কুলের শিক্ষকগণ ও স্কুলের ছাত্রছাত্রী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়াজেদ চৌধুরী স্কুল এন্ড কলেজের শিক্ষক আশিকুর রহমান।এ সময় ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের তৈরিকৃত তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon