মোঃ মিঠু সরকার, রাজশাহী জেলা প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজশাহীর পাঁচটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে রাজশাহী-২ (সদর) আসনে এখনও দলটির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি।
অন্য আসনগুলোর মধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও এই আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নগরের কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ এবং রাজশাহী-৪ (বাগমারা) আসনে দলটির নেতা ডা. আবদুল বারী সরদার প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এছাড়া রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জেলার সহকারী সেক্রেটারী নুরুজ্জামান লিটন ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলার আরেক সহকারী সেক্রেটারী অধ্যাপক নাজমুল হক দলটির প্রার্থী নির্বাচিত হয়েছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রার্থী ঠিক করার ব্যাপারে কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড কাজ করছিল। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডই রোববার পাঁচটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে।
মন্তব্য