কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের অধীনে উপজেলার ৫ নং শিয়ালকাঠি ইউনিয়ন গ্রাম আদালতের আয়োজনে সোমবার ১০ফেব্রুয়ার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
গ্রাম আদালতের উপজেলা কর্মকর্তা পারভিন আক্তার, জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:রুস্তম আলী
কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, ইউপি সদস্য হুমায়ুন কবির,ইউপি সদস্য মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়নের সকল ইউপি প্রতিনিধিগণ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় প্রতিনিধি,কৃষক প্রতিনিধি সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে গ্রাম আদালতে মাধ্যমে কিভাবে বাদী ও বিবাদের অভিযোগের সমস্যার সমাধান করা হয় তার একটি ভিডিও চিত্র দেখানো হয়। এ সময় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদকে রাজনৈতিক দলীয় মুক্ত করতে হবে। স্বাধীনভাবে কাজ করতে পারলে ইউনিয়ন পরিষদ সত্যিকারের জনগণের সেবা দিতে পারবে।
বক্তারা আরো বলেন, গ্রাম আদালতের মাধ্যমে যদি নিরপেক্ষভাবে বিচার করা হয় তাহলে সাধারণ মানুষের ইউনিয়ন পরিষদের উপর আস্থা বাড়বে। কোন খরচ ছাড়া সাধারণ মানুষ গ্রাম আদালতের মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান পাইবে। গ্রাম আদালত প্রাথমিকভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করার একটি মাধ্যম।
ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন গ্রাম আদালতের মাধ্যমে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বাদী ও বিবাদী সমস্যার সমাধান করার চেষ্টা করি। গ্রাম আদালত সচল হলে বিচারিক আদালতের মামলা কমে যাবে। তখন আর টাকা পয়সা খরচ করে মানুষের কোর্টের বারান্দায় কিংবা থানায় যেতে হবে না।
মন্তব্য