কাউখালী ( পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। এই উপলক্ষে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নতুন কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ জাহিদুর রহমান ফিরোজ ও সদস্য সচিব রাকিব তালুকদারের নেতৃত্বে কয়েক শত স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী নতুন কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে নানান স্লোগানে এক বিশাল আনন্দ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয় উত্তর বাজার থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়কগুলি ঘুরে এসে উত্তর বাজার পার্টি অফিসের সামনে মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে শেষ করেন।এ সময় নেতা কর্মীরা নানান স্লোগানে মুখরিত ছিল।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন ।
কমিটির তিন সদস্য হলো- পিরোজপুর জেলার আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাদিম শেখ। এছাড়াও আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য