সোমবার, ৭ এপ্রিল ২০২৫
 

ফুচকা দোকানে চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত অর্ণব’কে ছাত্রদল থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৫

---

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলার ফুচকা দোকানীদের নিকট দৈনিক ১ হাজার টাকা চাঁদা দাবি ও অনাদায়ে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে জাবি ছাত্রদলের নেতা গোলাম রাব্বানী অর্নব বিরুদ্ধে। তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জাবি শাখা ছাত্রদলের সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

 

১০ ফেব্রুয়ারি (সোমবার) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি পদমর্যাদা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

 

আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon