জাবি প্রতিনিধি,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ সেশনের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানা সহয়তায় টানা প্রতিদিন পাশে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। শিক্ষার্থীদের দ্রুত পরিক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে প্রতিদিনের ন্যায় আজও রাখা হয়েছে শহিদ ওয়াসিম বাইক সার্ভিস।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টা থেকে এ কর্মসূচি পালন করছেন তারা। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে উপহার, প্রয়োজন সাপেক্ষে স্বাস্থ্যসেবাও দিয়েছে জাবি শাখা ছাত্রদল।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য মানবিক ও সহায়তামূলক উদ্যোগ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক ২ টি সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ সমস্ত সহায়তা কেন্দ্রগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নানা সেবা পাচ্ছেন। এরমধ্যে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় তথ্য সেবা। ভর্তি পরীক্ষার তাৎক্ষণিক প্রয়োজনীয় উপকরণ বিতরণ। সুপেয় পানি ও স্যালাইনের ব্যবস্থা। অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা। জরুরি ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা এবং অন্যান্য জরুরি সহায়তাসমূহ।
সরেজমিনে দেখা যায়, ভর্তি-ইচ্ছুক আগত শিক্ষার্থীদের সেবা দেওয়া হচ্ছে। একইসাথে শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র গচ্ছিত রাখছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের সেবার প্রশংসা করে এক শিক্ষার্থী বলেন, যানযট থাকার কারণে আমি দেরিতে এসে পৌছাই। পরে ছাত্রদলের ভাইয়েরা তাদের বাইকে করে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেয়। এতে করে আমি সঠিক সময়ে পরীক্ষা দিতে পারি।
সেবাপ্রাপ্ত আরেক ভর্তিচ্ছু শিক্ষার্থী নিঝুম বলেন, জাবিতে এবার সেকেন্ড টাইম পরিক্ষা দিচ্ছি। আজকে আমার ই ইউনিটের পরিক্ষা ছিল। সকালে আমার পরিক্ষার হলে পৌছাতে দেরি হয়ে গিয়েছিল। ঠিক ৮:৫৮ এ আমি টারজানের সামনে ছিলাম। আমার পরিক্ষার সময় ছিল সকাল ৯টায় সিএসই বিল্ডিং এ। পরিক্ষার হলে কিভাবে দ্রুত যাওয়া যায় সেটা ভাবতেই দেখলাম ছাত্রদলের ভাইয়েরা বাইক সার্ভিস দিচ্ছে। তাদের কাছে সাহায্য চাইলে, আমাকে একজন ভাই দ্রুত পরিক্ষার হলে পৌছে দেয়।
ছাত্রদলের সদস্য সীমান্ত বলেন, আমরা আজকে শিক্ষার্থীদের মাঝে বাইক সার্ভিস দিয়েছি। আজকে আমি নিজেই প্রায় ১৫ জনকে সেবা দিয়েছি। এছাড়াও পানি, স্যালাইন ও শিক্ষা-সামগ্রীও দেওয়া হচ্ছে।
জাবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোমিনুর রহমান লাজু বলেন, আমরা শিক্ষা-সামগ্রী, তথ্য সহায়তা সহ নানানরকম সেবা দিয়ে আসছি। সবচেয়ে সাড়া জাগানো উদ্যোগ ছিল, শহিদ ওয়াসিম বাইক সার্ভিস। অনেকে দেরিতে পৌছানোর কারনে মানসিকভাবে ভেঙ্গে পরেছিল।আমরা তাদের পাশে দাঁড়িয়ে কষ্ট লাঘব করার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। জাবি ছাত্রদল এভাবেই শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে।
ছাত্রদলের জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে দূর দুরন্ত থেকে আসা শিক্ষার্থীদের সহায়তায় আমরা ২টি টেন্ট স্থাপন করা হয়েছে। এছাড়া তাদের জন্য কলম ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। একইসাথে আমাদের সহায়তা সেলের আন্ডারে আমরা শিক্ষার্থীদের বাইক সার্ভিস দিচ্ছি যাতে তারা সহজে এবং সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে পারে। প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ জন শিক্ষার্থী আমাদের শহিদ ওয়াসিম বাইক সার্ভিস থেকে উপকৃত হচ্ছেন। দীর্ঘদিন ছাত্রলীগের কারনে আমরা আমাদের কার্যক্রম চালাতে পারিনি, এখন আমরা সধ্যমত শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি, জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের সাথে আছে।
প্রসঙ্গত, তারা প্রতিদিন দূর-দূরান্ত থেকে আগত প্রায় ১ হাজার শিক্ষার্থীদের কলম ও স্কেল সহ শিক্ষা সামগ্রী উপহার এবং ১৫০ এর অধিক শিক্ষার্থীকে বাইক সহায়তা দিয়েছে বলে দাবি ছাত্রদলের।
মন্তব্য