জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ সেশনের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানা সহয়তায় প্রতিদিন পাশে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। শিক্ষার্থীদের দ্রুত পরিক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে প্রতিদিনের ন্যায় আজও রাখা হয়েছে শহিদ ওয়াসিম বাইক সার্ভিস।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টা থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের সময়মত পরিক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য শহিদ ওয়াসিম বাইক সার্ভিস অব্যাহত রেখেছি। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় এক বোনের মৃত্যু হলে বিশ্ববিদ্যালয়ে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়। এতবড় ক্যাম্পাসে চলাচলের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্যাডেল রিকশা নেই। এমতাবস্থায় আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে এটি চালু করেছি। শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে আমরা ছাত্রদল পরিবার গর্বিত। এভাবেই জনহিতকর কার্যক্রম চালিয়ে যেতে চাই।
মন্তব্য