আয়শা মনি, সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা প্রতিনিধি:
সোহরাওয়ার্দী কলেজস্থ রংপুর বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ’এর ৯ উপদেষ্টা ও ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের (২০১৯-২০২০) সেশনের শিক্ষার্থী মোঃ জাহিদ হাসানকে সভাপতি এবং সমাজকর্ম বিভাগের (২০২০-২০২১) সেশনের শিক্ষার্থী হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়া এই কমিটিতে সহ- সভাপতি হিসেবে রয়েছেন আক্তারুজ্জামান বাবু, ননি গোপাল সাহা, মিজানুর রহমান, মাহমুদুল হাসান মৃদুল এবং মো: শামীম আলম।
সহ সাধারণ সম্পাদক পদে রয়েছেন ৭ জন
যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন অনন্য সদস্য সহ কমিটিতে মোট সদস্য ৩৫ জন।
সংগঠনটির প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা মণ্ডলীর মাধ্যমে স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়। এ সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম এবং অন্যান্য উপদেষ্টা হিসেবে আছেন শেখ রায়হান, মাহমুদুল ইসলাম মিজু, মোঃ কায়দে আজম ( জয়), তওহীদ ইসলাম, তাকভীর, রিফাত আলোম শান্ত, লিখন ইসলাম, মাহমুদল হাসান সবুজ।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ জাহিদ হাসান তার অনুভূতি ও পরিকল্পনা ব্যক্ত করে বলেন, “উপদেষ্টামণ্ডলী যারা আমাকে এতবড় দায়িত্ব পালনের জন্য যোগ্য ও উপযুক্ত মনে করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়িত্ব মানে ক্ষমতা নয়, আমি মনে করি দায়িত্ব মানে আমানত, দায়িত্ব মানে দায়বদ্ধতা। আমি আমার দায়িত্ব যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করার চেষ্টা করবো। পাশাপাশি সদস্যদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করবো। সকলের সহযোগিতা কামনা করছি।”
নব দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, “কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজস্থ রংপুর বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলী সহ সকল সদস্যকে আমায় নতুন কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার জন্য, পাশাপাশি কমিটির দায়িত্বপ্রাপ্ত সকলকে পুষ্পিত শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের ছাত্র কল্যাণ পরিষদ হবে সম্পূর্ণ অরাজনৈতিক, কল্যাণমূলক ও শিক্ষার্থীবান্ধব যেখানে আমাদের ভাই-বোনরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পরস্পরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবো। নতুন কমিটির কার্যক্রম বাস্তবায়ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য যে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রংপুর বিভাগের শিক্ষার্থীদের যাবতীয় সহযোগিতা ছাড়াও রংপুর বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি কলেজে ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকবে বলে আশ্বাস দেয়।
মন্তব্য