রবিবার, ৬ এপ্রিল ২০২৫
 

ভর্তি পরীক্ষার্থীদের জন্য জাবি শিবিরের জরুরি স্বাস্থ্যসেবা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৫

---

জাবি প্রতিনিধি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলমান ভর্তি পরিক্ষায় দূর-দূরান্ত থেকে আগত পরিক্ষার্থীদের জন্য গতানুগতিক সেবা-সহযোগিতার পাশাপাশি জরুরি ঔষধ ও স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। প্রতিদিন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এখান থেকে স্বাস্থ্যসেবা নিচ্ছেন।

 

গত ৯ ফেব্রুয়ারি শুরু হওয়া ভর্তি পরিক্ষার প্রথম দিন থেকে আজ (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত এই কার্যক্রম চলমান রয়েছে।

 

তারা প্রথম দিন থেকেই দূর-দূরান্ত থেকে আগত ভর্তি পরিক্ষার্থীদের জন্য জরুরি ঔষধ ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী সংগ্রহে রেখেছেন, যাতে সহজেই অসুস্থ শিক্ষার্থীদের কষ্ট লাঘব করা যায়। ইতোমধ্যে উপকৃত হয়েছেন অনেকেই। এছাড়াও শিক্ষা-সামগ্রী উপহার ও সুপেয় পানির ব্যবস্থা, তথ্য সংগ্রহের জন্য ইনফরমেশন ডেস্ক, অভিভাবকদের জন্য আলাদা বিশ্রামাগার, জরুরি বাইক সার্ভিস ও রাতে থাকার জন্য করা হয়েছে আবাসন ব্যবস্থা ।

 

তাদের থেকে স্বাস্থ্য সেবাপ্রাপ্ত শিক্ষার্থী কক্সবাজারের জুলকার নাইন বলেন, আমি ভর্তি পরিক্ষা দিয়ে বের হওয়ার সময় ভীড়ের মাঝে পরে যাই এবং আমার শরীর থেকে রক্ত বের হতে থাকে। এমতাবস্থায় আমি ছাত্রশিবিরের ভাইদের থেকে সেবা পাই। তারা প্রয়োজনীয় ঔষধ ও ব্যান্ডেজ করে দিয়েছেন।

 

আরেক শিক্ষার্থী আপন বলেন, অনেকদূর থেকে সফর করে আসায় আমি খুবই ক্লান্ত হয়ে যাই। রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেয়ে আঘাতপ্রাপ্ত হলে শিবিরের ভাইদের সহায়তায় কিছুটা উপশম হয়।

 

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাবি শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দেশের দূর দুরান্ত থেকে এই অচেনা জায়গায় আসেন। তাদের জন্য আবাসন ব্যবস্থা, অপেক্ষমাণ অভিভাবকদের বসার সুব্যবস্থা, কলম বিতরণ, সুপেয় পানি সরবরাহের পাশাপাশি জরুরি ঔষধ এবং স্বাস্থ্যসেবা নিয়ে পাশে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

 ---

 

জরুরি ঔষধের মধ্যে আমরা ব্যাথানাশক, উদরাময়রোধক, বমিভাব রোধক, ব্যান্ডেজ, জীবাণুনাশক সহ যেকোনো ছোটখাটো দুর্ঘটনায় তাৎক্ষণিক সেবা নিশ্চিতের উপকরণ রেখেছি।

 

জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশগ্রহণকালে তাদের কষ্ট যথাসাধ্য লাঘব করাই আমাদের উদ্দেশ্য।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon