শনিবার, ৫ এপ্রিল ২০২৫
 

জবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ প্রতি আসনে লড়বে ৫৫ জন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৫

---

 

আশিকুর রহমান, জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ।এদিন  পরীক্ষায় ৭৮৫টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪২,৯৭৮ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য লড়বেন ৫৫ জন।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। কাল তিনটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে সকাল ১০টা  থেকে ১১টা, দ্বিতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা এবং তৃতীয় শিফটে বিকেল  ৪টা থেকে ৫টা পর্যন্ত তিন শিফটে হবে এ পরীক্ষা।


এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি পরীক্ষায় থাকবে ২৪ নম্বর, আর লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। এছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।  


চার বছর পর এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। পরীক্ষায় মোট নম্বর ১০০। এর মধ্যে লিখিত পরীক্ষা হবে ৭২ নম্বরের। বহুনির্বাচনি পরীক্ষা হবে ২৪ নম্বরের। লিখিত পরীক্ষা হবে ৪৮ নম্বরের। পরীক্ষায় এসএসসি পরীক্ষার জিপিএ-তে ১২ নম্বর। এবং এইচএসসি পরীক্ষার জিপিএ-তে ১৬ নম্বর গগণা করা হবে। 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon