শনিবার, ৫ এপ্রিল ২০২৫
 

রাজধানীর সোহরাওয়ার্দী কলেজে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত জরিপ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৫

---

আয়শা মনি, সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা

রাজধানীর ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী কলেজে বৃহস্পতিবার সকাল ১০:০০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে জনমত জরিপ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও তরুণদের মতামত সংগ্রহের মাধ্যমে রাজনৈতিক দলটির লক্ষ্য ও নীতিমালা নির্ধারণের কাজ চলছে। ৭ দিন ব্যাপী সারা দেশে এই জরিপ অনুষ্ঠিত হয়েছে।


বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জরিপে অংশগ্রহণকারীদের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা, জনগণের প্রত্যাশা, নেতৃত্ব কাঠামো এবং নীতিগত দৃষ্টিভঙ্গি সম্পর্কে মতামত চাওয়া হচ্ছে।


কেন এই জরিপ? জরিপ আয়োজকদের মতে, দেশের তরুণ সমাজের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করাই এর প্রধান উদ্দেশ্য। একজন আয়োজক জানান, “আমরা চাই নতুন রাজনৈতিক শক্তি তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে গড়ে উঠুক। জনগণের চাহিদা অনুযায়ী একটি নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করাই আমাদের লক্ষ্য।”


 এ বিষয় জানতে চাইল সোহরাওয়ার্দী কলেজ শাখার সমন্বয়ক জানান, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা নতুন রাজনৈতিক দল গঠন করতে চাই।  এ প্রেক্ষিতে জনগণের মতামত কী তারা কি চায় তা জানার জন্য’ই আমাদের এ কর্মসূচি।


সমন্বয়ক শামসুদ্দীন বলেন, ” সাধারণ জনগণ চাইলেই কেবল বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল গঠন করা হবে।


জরিপে অংশ নেওয়া তামিম নামক এক শিক্ষার্থী বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন ধারার রাজনীতি প্রয়োজন। তবে এটি কতটা গণতান্ত্রিক হবে সেটাই বড় প্রশ্ন।” 


আল আমিন নামক এক শিক্ষার্থী তার মতামত দিয়ে বলেন, “আমরা এমন একটি দল চাই যারা শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবে।” তিনি আরো বলেন, “নতুন দলের কাছে আমার প্রত্যাশা ছাত্রদের পার্ট টাইম জবের ব্যবস্থা, শিক্ষার অগ্রাধিকার দিতে হবে। তার মতে নতুন দলের নাম হতে পারে ‘জনশক্তি’ দলের মার্কা হতে পারে ‘কলম’।


আয়শা নমক এক শিক্ষার্থী তার মতামত ব্যক্ত করে বলেন, ” দল নিয়ে আমার মাথা ব্যথা নেই তবে যে দলই আসুক না কেন তারা জেন স্বৈরাচারী মনোভাবী না হয়। আর অবশ্যই নতুন দলের কাছে আমার প্রত্যাশা থাকবে ‘ঢাকা শহর একটি আন্দোলনের শহরে পরিণত হয়েছে তা বন্ধ করতে হবে।  কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে, বেকারত্ব দূর করতে হব, যোগ্যতা অনুযায়ী সকল নাগরিককে প্রশিক্ষণ দিয়ে কর্ম সংস্থানের ব্যবস্থা করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি  কমাতে হবে।


শিক্ষার্থী রাজু আহম্মদ বলেন, ” দুর্নীতিগ্রস্ত চাকুরিজীবীদের শনাক্ত করে উচ্ছেদ করতে হবে। ক্ষমতার অপব্যবহার নেতৃত্বের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে। সকল ক্ষমতার উৎস জনগণ তা বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করে  ব্যাপক উন্নতি করতে হবে । 


জরিপের ফলাফল বিশ্লেষণের পর আয়োজকরা একটি আলোচনা সভার আয়োজন করবেন, যেখানে রাজনৈতিক বিশ্লেষক ও অভিজ্ঞ ব্যক্তিরা অংশ নেবেন।


নতুন রাজনৈতিক দলটির আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে আয়োজকরা জানিয়েছেন, দেশের তরুণদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon