শনিবার, ১ মার্চ ২০২৫
 

বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রতিবাদ করে মারধরের স্বীকার ভুক্তভোগী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৫

---

নিজস্ব প্রতিবেদক

বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ মাস ধরে স্বামী-স্ত্রীর মত সংসার করছে ফয়সাল আহম্মেদ বারী (২৭) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে বাজধানীর ভাটারায় খিলবাড়িরটেক এলাকায়। জানা গেছে, উম্মে হানী (২৫) খিলবাড়ীরটেক, ভাটারা ঢাকায় বসবাস করতেছে। তারই ধারাবাহিকতায় ফয়সাল, পিতা আনোয়ার হোসেন খিলবাড়িরটেক ভাটারা এর সাথে সম্পর্কে  জড়িয়ে পরে। সম্পর্ক এক পর্যায়ে বিয়েতে রুপ নেয়। গত১ মার্চ ২০২৪ইং ভাটারার এক বাসায় বসে বিয়ে হয়।  উম্মে হানী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভারলকু সিভিল কলোনীর হানিফের মেয়ে।

বিয়ের ৫ মাস পরে ফয়সাল নিজেই আবার ডিভোর্স দেয় স্ত্রী উম্মে হানীকে। এরপর নতুন করে বিয়ের আশ্বাসে ফুসলিয়ে অবৈধভাবে মেলামেশা করে যাচ্ছে বিয়ে আর করছে না। বিয়ের জন্য চাপ দিলে চলে অমানুষিক নির্যাতন। এ পর্যায়ে ফয়সাল উম্মে হানীর মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব ব্লক করে দেয়। দিশেহারা হয়ে পরে উম্মে হানী। এক পর্যায়ে ১৯ ফেব্রুয়ারী (বুধবার) ফয়সালের খোজে চলে যায় তার বাসায়। সেখানে ফয়সালের বোন, মা ও ফুফু উম্মে হানীকে মেরে তার চেহারা পাল্টে দিছে। বর্তমানে চিকিৎসা নিতে কুর্মিটোলা হাসপাতালে আছেন ভূক্তভোগী নারী উম্মে হানী। চিকিৎসা শেষে সে আইনি পদক্ষেপ নিবেন বলে সাংবাদিককে জানিয়েছেন। এ ব্যাপারে ফয়সালের কাছে জানতে চেয়ে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।  আসছে আরো বিস্তারিত……………

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon