আয়শা মনি, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:
রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রকাশিত হয়েছে বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রায়হান আলি এবং সাধারণ সম্পাদক আবিদ হোসেন স্মরণ।
২১ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেন জেলা কল্যাণের উপদেষ্টা মন্ডলী এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকুলি মুখোপাধ্যায়।
উক্ত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাজ্জাদ হোসেন। এ ছাড়াও সহ-সভাপতি হিসেবে রয়েছেন : মো:সাকিব হাসান ও মো:ফেরদৌস আলী। (যুগ্ম সাধারণ সম্পাদক) হিসেবে রয়েছেন : মো: যুবায়ের আলী, (সহ-সাধারন সম্পাদক) হিসেবে আছেন : আয়াতুল্লাহ আল ফুয়াদ,তৌসিফ আরিয়ান কাব্য ও এস এম সাদিক হোসেন সিয়াম, (অর্থ সম্পাদক): শাফিউল বারী, (সহ অর্থ সম্পাদক): সাব্বির আহমেদ জয়, (দপ্তর সম্পাদক): মোহাম্মাদ শাহারিয়ার ইসলাম, (সহ দপ্তর সম্পাদক): নিশাত হাসান, (প্রচার ও প্রকাশনা সম্পাদক):মোঃ সারোয়ার হোসেন, (নারী বিষয়ক সম্পাদক): রুহানী খান, (আপ্যায়ন সম্পাদক): শহিদ আরাফাত, (সদস্য): মো: আসাদুল ইসলাম আহসান হাবিব নাঈম, সংগঠনের নবনির্বাচিত সভাপতি রায়হান আলী বলেন, “ঐতিহ্যবাহী বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য গর্বের। আমি কৃতজ্ঞ উপদেষ্টা মণ্ডলী ও বগুড়ার সকল শিক্ষার্থী ভাই, বন্ধু ও অনুজদের প্রতি। আমাদের লক্ষ্য হবে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, শিক্ষার্থীদের উন্নয়নে বিভিন্ন ক্যারিয়ার ওয়ার্কশপ, রিসার্চ ফেয়ার, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, আইডিয়া শেয়ারিং সেমিনার আয়োজন করাই আমাদের মূল লক্ষ্য। সকলের সহযোগিতায় আমরা এই সংগঠনকে একটি আইকনিক ছাত্রকল্যাণ পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই।”
সংগঠনের সাধারণ সম্পাদক আবিদ হোসেন স্মরণ বলেন, “বগুড়া জেলা থেকে শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং তাদের দক্ষতা উন্নয়নে সহ-শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি, যাতে এই সংগঠন এক অনন্য উচ্চতায় পৌঁছাতে পারে।”
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা ও দিকনির্দেশনার মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করতে অঙ্গীকারবদ্ধ।
মন্তব্য