রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে - ২০২৫ সালে, এস, এস সি পরীক্ষার্থীদের বিদায় বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২৫) সকালে বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক(বাচ্চুর) এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা কৃষক দলের আহবায়ক প্রভাষক আঃ জলিল প্রাং।
গোবিন্দপাড়া ইউনিয়নের জামায়াতী ইসলামের আমীর প্রভাষক বাবুল হোসেন। সাবেক ব্যাংকার আঃ সামাদ, বাগমারা উপজেলা শিক্ষক কল্যান সমিতির সভাপতি আসাদুল ইসলাম ( সান্টু), বাগমারা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কছিমুদ্দীন জোয়ারদার।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে দিপারানী ওশি প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ সামগ্রী প্রদান করা হয়।
চলতি বছর এসএসসি পরীক্ষায় হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৬ জন ছাত্রী অংশ গ্রহণ করবেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
যুগের কণ্ঠস্বর/এইচএসএস
মন্তব্য